বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টুপি’ শব্দটা অবশ্য বহু অর্থেই ব্যবহার করা হয়। তবে আমরা সাধারণ মস্তক আভরনি হিসাবেই ব্যবহার করা টুপির কথাই বলছি। সেই টুপি বানিয়ে ও মাথায় ধারণ করে বিস্মিত করে দিলেন তিনি বিশ্বাবাসীকে। হরেক রকমের টুপি তো দেখতেই পাওয়া যায়।
গোল, লম্বা, কোনাকৃতি—কত আকারেরই না টুপি। তাই বলে কারও মাথায় ১৭ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি কে, কবে দেখেছেন! এমন এক টুপিই তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা জোশুয়া কাইজার। শুধু তা-ই নয়, টুপিটি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন তিনি। তবে এর জন্য তাকে কম পরিশ্রম করতে হয় নি।
তিনি গিনেস বুক অফ ওয়ারল্ডের স্বীকৃতিও সংগ্রহ করেছেন। এর আগে ২০১৮ সালে ১৫ ফুট ৯ ইঞ্চি লম্বা টুপি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন ওডিলন ওজারে নামের এক ব্যক্তি। সে রেকর্ডই এবার ভেঙেছেন কাইজার। করোনা মহামারীর সময়ই কাইজারের মাথায় এই টুপি বানানোর ভাবনা প্রথম আসে। তারপর থেকেই ভাবনা চিন্তা শুরু ও শেষে তা কার্যে পরিনত করা। কাইজার বলেন, “বিশ্বাস ছিল যে দ্রুতই রেকর্ডটি করতে পারব এবং ইতিহাসের পাতায় আমার নাম লেখাতে পারব।’’শেষে সত্যিই সাফল্য পেলেন তিনি।