বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাবা মানেই সন্তানের কাছে বড়ো একটা ছাতা। সেই বাবা এমন কাজ কি করে করলেন তা ভেবে পাচ্ছেন না নাগরিক মহল। একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক বাবার আশ্চর্য রূপ।
ভিডিওতে দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে এক পশুরাজ। খাঁচার ভিতরে প্রবেশ করলেন এক মাঝবয়সী ব্যক্তি। তার সঙ্গে এক শিশু। বাচ্চাটিকে সিংহের পিঠে তুলে দিলেন তিনি। তার পরই আরও এল একটি শিশু। তাকেও তোলা হল জঙ্গলের রাজার গায়ে। কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। সিংহের গর্জন। পরিমড়ি করে ছুটে কোনও মতে প্রাণে বাঁচলেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই ভিডিও। এর পর নেট নাগরিকদের নিন্দার মুখে পড়েছেন ওই অভিভাবক। এমন বাবা কিভাবে হয় তা নিয়ে সবাই প্রশ্ন তুলেছেন।
এই ভিডিওটি কোথাকার তা অবশ্য স্পষ্ট নয়। তবে অভিভাবকের বেপরোয়া মনোভাব নিয়ে নিন্দা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুরো বিষয়টিতে পাত্তা দেয়নি সিংহটি। নির্বিকার ভাবে অন্য দিকে তাকিয়ে ছিল সে। এখানেই ক্ষান্ত হননি। দ্বিতীয় শিশুটিকেও বনের রাজার পিঠে চাপিয়ে দেয়। তাদের ভালো করে বসিয়েও দেয়। এতদূর অবধি তবুও ঠিক ছিল! ওই ব্যক্তি নিজেও সিংহের সামনে গিয়ে কেশরে হাত দেওয়ার চেষ্টা করেন। ব্যস! ধৈর্যের বাধ ভাঙে তার। রেগে যায় সিংহটি। গা-ঝাড়া দিতে দুটি শিশুই তার পিঠ থেকে মাটিতে পড়ে যায়। তারপরে কোনো রকমের তাদের নিয়ে পালিয়ে বাঁচে ওই বাবা।