বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কাশ্মীর ইস্যুকে পাকিস্তান কিছুতেই আন্তর্জাতিক মহলে দাঁড় করাতে পারছেন না। কিন্তু চেষ্টা করে হচ্ছে।
এবার রাষ্ট্রসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পর, প্রত্যুত্তরে পাক সন্ত্রাসবাদের কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন। তিনি বলেন, “যে দেশের সন্ত্রাসবাদের কথা গোটা বিশ্ব জানে, তারা ভারতের মতো দেশের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করে কীভাবে!” তিনি বলেন, বার বার করে বলার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে চলেছে। কাশ্মীরে ভারতের ৩৭০ ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভাবিকা বলেন, “যে দেশটি সেনার দ্বারা চালিত হয়, যাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা, যে দেশে মাদকের কারবার চলে, তাদের এত ঔদ্ধত্য যে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মতো দেশকে আক্রমণ করছে।” শাহবাজের বক্তৃতাকে উদ্ধত বলে বর্ণনা করার পাশাপাশি ভাবিকা বলেন, “পাকিস্তানের চেহারাটা যে আসলে কেমন, তা সবারই জানা।” এই প্রসঙ্গে ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বই হামলার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় কূটনীতিক বলেন, পাক প্রধানমন্ত্রীর কথা যে ফাঁকা আওয়াজ, তা সবারই জানা। তিনি বলেন, কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের নিজস্ব বিষয়। এর সঙ্গে কোনো তৃতীয় দেশকে যুক্ত করা চলবে না।