বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কামাখ্যাগুড়িতে এম্বুলেন্স চালকের গাফিলতি এবং টালবাহানায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের।
কামাখ্যাগুড়িতে এম্বুলেন্স চালকের গাফিলতি এবং টালবাহানায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতলে এম্বুলেন্স চালকের গাফিলতি জন্য মৃত্যু হল এক নবজাতক শিশুর । এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নবজাতক শিশুর বাবা। মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন শিশুটির মা। ঘটনাটি গত ২৪ সেপ্টেমবর রাতে ঘটনাটি ঘটেছে । অভিযোগ, সেদিন রাতে কামাখ্যাগুড়ি হাসপাতালের বাইরে এম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, তার চালককে ফোন করা হলে এম্বুলেন্স চালক যেতে পারবে না বলে রোগীর আত্মীয়কে । এই ঘটনায় ব্লক স্বাস্থ্যদপ্তর একজন চালক-কে সাসপেন্ড করেন এবং ২৪ ঘণ্টা যেতে না যেতেই পুনরায় আবার গাড়ি চালান,এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিবার । অভিযোগ এই ঘটনার তদন্ত চলাকালীন কি ভাবে একজন চালক নির্দোষ প্রমানিত হয় । কার হাত রয়েছে ওই চালকের ওপর,প্রশ্ন উঠেছে । সমগ্র ঘটনার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । গত ২৫ সেপ্টেমবর নবজাতক শিশুটির মৃতদেহ ময়নাতদন্ত করা হয় কোচবিহার মেডিকেল কলেজে । এই বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিএমএইচ ডঃ সৌম গায়েন বলেন,ঘটনার তদন্ত চলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।