বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত তিনদিন ধরে চলা বৃষ্টির কারনে বিপর্যস্ত দার্জিলিং। বন্ধ হয়ে গেছে টয় ট্রেন পরিষেবা। তিন ধরিয়াতে নতুন করে ধস নামায় সম্পূর্ণ বন্ধ হয়ে আছে টয় ট্রেন চলাচল।

 

ধস নামায় দার্জিলিং এর সড়ক পথ বিপর্যস্ত। ট্রয় ট্রেনের পরিষেবা আপাতত ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চলছে জরুরী কালীন ভিত্তিতে মেরামতের কাজ। পুজোর আগে এই ধরনের ধস দার্জিলিংয়ে গত ১০ বছরে হয়নি বলে জানা গেছে। ধস নামায় দার্জিলিং এর প্রধান সড়ক অনেকটাই ক্ষতিগ্রস্ত। দার্জিলিং শিলিগুড়ি রাস্তা অনেকটাই বিপদে পড়ে গেছে বলে খবরে জানা গেছে। দার্জিলিঙে গত তিন দিনে বৃষ্টিপাত হয়েছে প্রায় তিনগুণ দার্জিলিং এর বেশ কিছু এলাকায় লাইট না থাকায় বিপদে পড়ে গেছেন হোটেল মালিকেরা। সময় কম থাকায় মেরামতির কাজও ঠিকমতো করতে পারা যাচ্ছে না বলে জানিয়েছেন হোটেল মালিক। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বেশ কিছু চার চাকার গাড়ি এদিন বাতিল হয়ে যায় পাহাড়ের দুর্যোগের কারনে এই কারনে হতাশ হয়ে নিচে নেমে আসতে হয় পর্যটকদের। তবে স্বাভাবিক হলে আবার মানুষ পাহাড়ে উঠবেন বলে দাবি করছেন উদ্যোক্তারা। তবে পুজো চলে আশায় কিছুটা আশঙ্কায় আছেন তারাও। দার্জিলিং এর পাশাপাশি সিকিমের অবস্থাও একই। ধস এর কারণে বিপর্যস্ত সিকিম এর সমস্ত পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *