বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজ্ঞানমনস্ক মানুষেরা একে কুসংস্কার বললেও, যারা মৎস্যজীবী তারা কিন্তু বিশ্বাস করেন বিশ্বে কিছু একটা দুর্ঘটনা ঘটতো চলেছে। এমন এক মাছ, যা জালে ধরা পড়লেই প্রলয় আসে! অস্ট্রেলিয়ায় দুজন জেলে এমন একটি মাছ ধরেছেন যা খুবই বিরল।
এই ধরনের প্রাণী সমুদ্রে দেখা যায় খুব কমই। অনেকে মনে করেন, কোনও বিপর্যয় ঘটার আগে এই মাছের দেখা পাওয়া যায়। আমরা যে মাছের কথা বলছি তা নিয়ে চীনের মতো দেশে অনেক ধরনের গল্প প্রচলিত আছে। কথিত আছে, যখন এই মাছ দেখা যায় তখন কোনও না কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটে।
এবার অস্ট্রেলিয়ায় ধরা পড়েছে ডুমসডে ফিশ। জানা যায়, কার্টিস পিটারসন এবং তাঁর এক বন্ধু অস্ট্রেলিয়ার টিউই দ্বীপের কাছে একটি বিশাল অরফিশ খুঁজে পেয়েছেন। ফিশিং অস্ট্রেলিয়া টিভি-র ফেসবুক পেজে তিনি এই মাছের (অরফিশ ) ছবি পোস্ট করেছেন। অরফিশকে খুব বিরল বলে মনে করা হয়। কারণ তারা সমুদ্রের কয়েক হাজার ফুট নীচে সাঁতার কাটে। ডেইলি মেইলের মতে, মাছটি ৩০০০ ফুট গভীরতায় থাকে। এই মাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। এদের আকৃতি সাপের মতো। সমুদ্র দানব হিসেবে বিবেচিত হয় এই মাছ। ছবিতে দেখুন সেই মাছ।