বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: কথায় বলে, এক জঙ্গলে দুটি বাঘ থাকে না। এ যেন অনেকটা তাই। ভাঙড়ে আরাবুল ও শওকত একসঙ্গে থাকতে পারে না। তারই পরিনামে শুক্রবার ঘটে গেলো ভয়ঙ্কর ঘটনা।
শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার ভোজেরহাটে ভাঙচুর চলে আরাবুল ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস ও গাড়ি। ঘটনার পর পোলেরহাট থানায় এসে আলতু ও আরাবুল সরাসরি অভিযোগ করেন শওকত মোল্লার বিরুদ্ধে। ভাঙড়ের কেউ নয়, ক্যানিং পূর্ব থেকে লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মীদের মারছে শওকত মোল্লা, অভিযোগ আরাবুলের।
ক’দিন আগেই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি দলীয় কর্মীসভায় শওকত মোল্লাকে বসিয়ে একাধিক নেতারা আরাবুল অনুগামীদের মারের হুমকি দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর গত শুক্রবার পোলেরহাট থানা এলাকার সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলার হয়। এই বিষয়ে
শওকত মোল্লা সম্পূর্ণ নীরব। তবে ছবিতে দেখা গেছে, গাড়ির প্রায় সব দিকের কাচ ভেঙে চৌচির।