বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ সকালে আগুনে পুড়ে গেল বিধান মার্কেট এর কুড়িটি দোকান। আর সকাল দশটার সময় আগুন লাগে বিধান মার্কেটের একটি স্টেশনারি দোকান র।
একটি দোকান থেকে আগুন লেগে যায় পাশের দোকান গুলোতে। আগুন লেগে ছাই হয়ে যায় মূল্যবান জিনিস। ছুটে আসেন দোকান মালিকেরা। ততক্ষণে আগুন দাউদাউ করে জ্বলছে। ওটা মার্কেটে কালো ছোঁয়ায় ছড়িয়ে গেছে। প্রথমে দোকানদার এরা নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও েএ আসেনি আগুন। দমকল এসে অনেকটাই নিয়ন্ত্রণে
আনে আগুন। দোকান মালিকেরা জানান খুব সম্ভবত থেকেই আগুন লেগেছে।