বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আধা সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে বিহার থেকে দুই যুবক এসেছিল শিলিগুড়িতে। বিহার থেকে কেন শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসবে? এই অভিযোগ করেন রজত ভট্টচার্জ নামে এক ব্যক্তি, দুই পরীক্ষার থেকে হেনস্তাও করেন তিনি, অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা।
সে কেন এ কাজ করলো এই জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ? সে জানায় বাঙালি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না যেখানে সেখানে বিহার থেকে এসে পরীক্ষা যাবার কি দরকার ? বিহারের ছেলে বিহারেই পরীক্ষা দেবে ? এই বক্তব্য তার। সে নিজেও চাকরি পায়নি , কেন বাংলার ছেলে মেয়েরা চাকরি পাবে ? বাইরে থেকে ছেলেমেয়ে এসে পরীক্ষা দেবে কেন? তার কথা এতদিন ধরে চাকরি পাচ্ছে না সবাই ? তাই চাকরি পায় যাতে বাংলা ছেলে মেয়ে সেই কারণে সেই কাজ করেছে।,