বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বাংলায় ঢুকছে ইলিশ। আজ সকালে ইলিশ ঢুকলো
বাংলায়। যার দাম কেজি প্রতি ২০০০ থেকে আড়াইহাজারের কাছাকাছি।
গত তিন মাস পর্যন্ত বন্ধ ছিল ইলিশ আমদানি, অবশেষে বহু প্রতিক্ষার পর ঢুকলো ইলিশ দক্ষিণবঙ্গে। সবকিছু ঠিকঠাক চললে আগামীকাল দিলীপ ঢুকতে চলেছে উত্তরবঙ্গে। দাম সম্ভবত ১৫০০ থেকে ২০০০ এর কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন বিক্রেতারা। পুজোর আগে ইলিশ আশায় স্বাভাবিকভাবে খুশি মৎস প্রেমীরা। শিলিগুড়ি ফিশ সেলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে, ইলিশ আসবে আগামীকাল, অথচ আজ থেকে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে , বোঝা যায় এতেই কতখানি জনপ্রিয়তা আছে ইলিশ মাছের। কাল শিলিগুড়িতে ইলিশ ঢুকলে
সব বাজারে যা পাওয়া যাবে বলে জানিয়েছেন বিক্রেতারা। যেটা পুজোর নিঃসন্দেহে একটা ভালো খবর বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। খুশি হোটেল ব্যবসায়ীরাও তারাও জানিয়েছেন খাবারের খাদ্য তালিকায় ইলিশ মাছের নাম রাখতে পেরে তারাও খুশি। এখন দেখা যাক আগামীকাল কি হয় ?।