বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এ বছর উত্তরবঙ্গে মৌসুমী বায়ু মোটামুটি সময় মতো ঢুকলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করে অনেকটাই পরে। ফলে বাংলায় বৃষ্টির ঘাটতি রয়ে গেছে। এর ফলেই প্রশ্ন উঠেছে, পুজোতে কি বৃষ্টি হবে? সেই প্রশ্নের উত্তর কিছুটা সামনে এসেছে এই মুহূর্তে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা-সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। ৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। চিন্তায় সাধারণ বাঙালি, চিন্তায় সমস্ত পুজো কমিটি।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তাহলে খুবই কষ্ট পাবে উৎসবপ্ৰিয় বাঙালি। মৌসমভবন সূত্রে জানা যাচ্ছে, ২৮ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। এর মধ্যেই মৌসম ভাবনের অন্যতম আধিকারিক এক বিবৃতিতে জানিয়েছেন, “৩ তারিখ পর্যন্ত উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে। ৪ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা। আর তার পরেই চলে আসবে পুজো। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি।