বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি গণতন্ত্র বিরোধী – এই তকমা মুছে ফেলতে এবার বিজেপি সরকার সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধী সাংসদদের নাম ঘোষণা করলো। লোকসভার বিরোধী দলনেতার পর এবার সংসদে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিতে সদস্যপদ পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতও দায়িত্ব পেয়েছেন। তাঁকে তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। একই কমিটিতে রয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। প্রতিরক্ষা কমিটির প্রধান পদে থাকবেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। রাহুল গান্ধীকে প্রতিরক্ষা কমিটির সদস্য করা হয়েছে। আগেও এই কমিটির সদস্য ছিলেন রাহুল গান্ধী। এ ছাড়াও সংসদের বিদেশ মন্ত্রক কমিটির প্রধান পদে দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী শশী থারুরকে। এর পাশাপাশি শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, যুব ও ক্রীড়া কমিটির দায়িত্বও কংগ্রেসের কাঁধেই বর্তেছে। এই কমিটির শীর্ষে থাকবেন দিগ্বিজয় সিং।
বিজেপি মন্ত্রীসভায় আলোচনার পরেই রাজ্যসভার সেক্রেটারিয়েটের তরফে বিবৃতি জারি করে এই কমিটিগুলির গঠন ও তাদের সদস্যদের ঘোষণা করা হয়েছে। বাকি বিরোধী দলগুলির মধ্যে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকেও তথ্য প্রযুক্তি কমিটির সদস্য করা হয়েছে। শিবসেনা (ইউবিটি)-র প্রিয়ঙ্কা চতুর্বেদী ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও এই কমিটিতে রাখা হয়েছে। ডিএমকে-র তিরুচি শিবা ও কানিমোজিকে যথাক্রমে শিল্প এবং খাদ্য ও জনবন্টন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে অনেকটাই স্পেস পেয়েছে বিরোধীরা।