বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আমাদের সাধারণ ধারণা জিম করার জন্য মহিলাদের বিশেষ পোশাক পরা দরকার। বিশেষ করে শাড়ি পরে জিম প্রায় কল্পনাই করা যায় না। কিন্তু তেমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

সবুজ রঙের শাড়ি পরে ভারোত্তোলন করতে দেখা গেল তাঁকে। জিমে উপস্থিত সকলকে ১৪০ কেজি ওজন তুলে কার্যত চমকে দিলেন সবাইকে। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। স্বীকার করতেই হবে মহিলা যথেষ্ট সুন্দরী ও ফিট।

একটা বিশেষ ইনস্টাগ্রাম থেকেই পোষ্ট করা ওই ভিডিও দেখে নাগরিক মহল বিস্মিত।
সেখানেই দেখা গিয়েছে, সবুজ শাড়ি, কালো ব্লাউজ, চুল খোলা তরুণীকে। যদিও কোমরে ছিল ওজন তোলার বেল্ট। একটি ঝাঁ- চকচকে জিমের মধ্যে হাসি মুখে দেখা যায় তাঁকে। একটা সময় কোমরে আঁচল গুঁজে একটি ১৪০ কেজি ওজন লাগানো বারবেলের দিকে এগিয়ে যান। দর্শককে অবাক করে অনায়াশে সেই ওজন তোলেন এবং নামিয়ে রাখেন। সুন্দরীর কেরামতিতে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ২ কোটির বেশি মানুষ ভিডিওটিকে লাইক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *