বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৬ মার্চ অনুষ্ঠান করে শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে তৃতীয় বিয়ে সারবেন কাঞ্চন মল্লিক। দুজনের বয়সের ফারাক বিপুল। ৫৬ বছর বয়স কাঞ্চন মল্লিকের। আর শ্রীময়ী ২৬ বছরের তরুণী। এই অসমবয়সী বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে টলি পাড়ায়। তাতে অবশ্য বর-কনে কারোর কোনও ভ্রুক্ষেপ নেই।


নিজের বিয়ের কোনও অনুষ্ঠানেই কমতি রাখতে চান না শ্রীময়ী। আইনি বিয়ে সেরেই তাঁরা চলে গিয়েছিলেন বেড়াতে। সেখান থেকে ফিরেই অনুষ্ঠানের বিয়ের তোরজোর শুরু করে দিয়েছিলেন। গতকাল সোশ্যাল মিডিয়ায় আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করেন কাঞ্চন-শ্রীময়ী।

কাঁসার থানায় পঞ্চব্যাঞ্জন সহযোগী আইবুড়ো ভাত খেয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ। তাঁর ঘনিষ্ঠরাই এই আইবুড়ো ভাতের আয়োজন শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কটাক্ষও করেছেন অনেকে। তিন নম্বর বিয়ের আগেও আইবুড়ো ভাত খেতে হয় বলে কটাক্ষ করেছেন অনেকেই। কাঞ্চনের তিন নম্বর বিয়ে হলেও শ্রীময়ীর এটা প্রথম বিয়ে তাই তিনি কোনও রকম অনুষ্ঠান বাদ দিতে চাননা।

এদিকে বৃহস্পতিবার রাতেই মেহেন্দির আসর বসেছিল শ্রীময়ীর বাড়িতে। পরিজনদের সঙ্গে িনয়ে রীতিমতো গানবাজনা করে মেহেন্দি অনুষ্ঠান করেছেন শ্রীময়ী। কাঞ্চনের নাম হােত লিখেছেন শ্রীময়ী। সেই সঙ্গে সঙ্গীতের অনুষ্ঠানও হয়েছে শ্রীময়ীর বাড়িতে। একেবারে জমজমাট আয়োজন। যদিও কাঞ্চনের দেখা মেলেনি সেখানে। অন্তত শ্রীময়ীর সোশ্যাস মিডিয়া পোস্টে দেখা যায়নি কাঞ্চনকে।

চলতি বছরের প্রথমেই পিংকির সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চন মল্লিকের। পিংকির সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন কাঞ্চন মল্লিক। এই নিয়ে অশান্তি চরমে উঠলে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছিলেন পিংকি। তারপর দীর্ঘ দিন ধরে চলেছে টানা পোড়েন। শেষ পর্যন্ত মোটা টাকা খোরপোস নিয়ে কাঞ্চনের সঙ্গে আইনি বিচ্ছেদ নিয়েছেন পিংকি। যদিও সেই টাকা তিনি তাঁর ছেলের জন্য নিয়েছেন বলে জানিয়েছেন।

আইনি বিচ্ছেদ পেতেই আর দেরি করেননি কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিনে শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। শ্রীময়ী জানিয়েছিলেন সেটা তাঁর কাছে একটা সারপ্রাইজ ছিল। বলা যায় কাঞ্চনের ভ্যালেন্টাইনস ডে উপহার ছিল বলে জানিয়েছেন শ্রীময়ী। তারপরেই জানা যায় আগামী ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বিয়ে করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *