বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে সুরক্ষা মালার উদ্বোধন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং চেয়ারম্যান অলক চক্রবর্তী। শিলিগুড়ির মাটিগাড়াতে এই সুরক্ষা মেলার উদ্বোধন করলেন জেলা সভাপতি।

 

তিনি জানালেন পুজোর আগে এই ধরনের মেলা মানুষের মনে উৎসাহ যোগাবে। আমি মনে করি এই ধরনের মেলাতে মানুষের উপার্জনের সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু এই ধরনের মেলা সারা বাংলায় গ্রামেই হয়ে থাকে শিলিগুড়িতেই এই জায়গা পছন্দ করা হলো এই ধরনের মেলার জন্য। আমার মনে হয় যে ধরনের মানুষ এই ধরনের মেলায় আসতে পছন্দ করেন একেবারে উপযুক্ত জায়গা হয়েছে তার। কাজে না আসলে কোন মেলায় কোন উৎসাহ থাকে না মানুষের। আর্থিক সঙ্গতি না থাকলে কোন কিছু করা অসম্ভব। তাই এই সুরক্ষা মেলাতে মানুষের আসাটা জরুরি। এবং প্রয়োজনও বটে। দুদিন ধরে মানুষ সাজবেন এবং এই সুরক্ষা মেলার উপযোগিতা জানবেন এবং সেখান থেকে উপকৃত হলেই মনে করা হবে যে মানুষের দরকার এই ধরনের মেলা। যারা এখানে আছেন তারা সবাই জানেন কি কারনে এই ধরনের মেলা বাংলায় করা হচ্ছে। তাই সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *