বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরভূমে প্রশাসনিক সভা করে সংবাদিকদের সঙ্গে মিলিত হন। তিনি প্রথমেই ডিভিসির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি সংবাদিকদের বিস্তারিত বলেন।

 

বিশেষ করে এই মুহূর্তে সাধারণ গরিব মানুষের কিছু আর্থিক সাহায্য প্রয়োজন সেই কথা উল্লেখ করে তিনি বলেন,রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকদের হত্যা করে বাংলায় মৃতদেহ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা বড়ো অসহায়। তাদের পরিবারের পাশে আমরা আছি। আমরা সরকারের পক্ষ থেকে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অনুদান দিচ্ছি। তাছাড়াও বন্যায় কয়েকজন মারা গেছেন। সেই সমস্ত পরিবারের হাতে সামান্য সাহায্য হিসাবে আমরা ২ লক্ষ টাকা করে দিছি। এই অনুদান খুবই সামান্য কিন্তু সরকার এটা জানাচ্ছে যে, সরকার তাদের পাশে আছ।

এই প্রসঙ্গেই তিনি বলেন, এই মুহূর্তে খুবই বড়ো সমস্যা সাপের কামড়। কারণ জল থেকে বাঁচতে মানুষ সাপ সবাইকে একই জায়গায় বাস করতে হচ্ছে। তিনি বলেন, সাপে কামড়ালে ক্ষতস্থান ভালো করে বেঁধে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। প্রচুর ‘এন্টি ভানাস’ ইনজেকশন মজুত আছে। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে স্বাস্থ্য সচিন আছে। তার সঙ্গে কথা বলে তিনি জানান, এই মুহূর্তে ডায়রিয়া, ভাইরাল জ্বর, শর্দি-কাশী প্রকোপ বাড়বে। স্বাস্থ্য কেন্দ্রে ও সরকারি হাসপাটেলে পর্যাপ্ত ওষুধ আছে, দ্রুত রুগীকে হাসপাতালে। নিয়ে যাবেন। মনে রাখবেন, মানুষের জীবন খুবই মূল্যবান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *