বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি করে তরুণী চিকিৎসকের ময়নাতদন্তে বেশ কিছু পদ্ধতিগত ত্রুটি ধরা পড়েছে। সংবাদ সংস্থা আই এ এন এস জানাচ্ছে, ৯ই আগষ্ট আর জি করের মর্গে ৮ টি দেহর ময়নাতদন্ত হয়েছিল যার মধ্যে একমাত্র নির্যাতিতার দেহের ময়নাতদন্ত হয়েছিল সূর্যাস্তের পর যা নিয়ম বিরুদ্ধ।
অথচ সেমিনার হল থেকে সকালেই উদ্ধার হয়েছিল দেহ। মাত্র ৭০ মিনিটেই ময়নাতদন্তের গোটা প্রক্রিয়া শেষ হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য যা অত্যন্ত কম সময় বলে আধিকারিকদের মত। পর্যাপ্ত আলো না থাকায় ভিডিওগ্রাফির গুনমান নিয়েও উঠছে প্রশ্ন।
তড়িঘড়ি দেহ দাহ করার উদ্যোগ দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ নষ্ট করার জন্য নেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।