বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দু’বছর কারারুদ্ধ থাকার পরেই বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের চেয়ার অক্ষত রইলো। যেদিন দিল্লি থেকে বীরভূমের তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল বীরভূমে পা রাখলেন, সেদিনই মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক সভা করেন।
অনেকে আশা করেছিলেন, হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতর দেখা হবে। কিন্তু সেই পথে হাঁটেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কাছের মানুষ কেষ্ট গ্রেফতার হওয়ার পরেই মুখ্যমন্ত্রী অনুব্রতকে সভাপতি রেখেই ৬ জনের একটি কোর কমিটি তৈরী করে দেন। সেই কমিটিতে প্রথমে ছিলেন চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। পরে নির্বাচনের আগে সেই কমিটিতে কাজল শেখের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
জেল থেকে ছাড়া পেয়ে অসুস্থ অনুব্রত গিয়েছিলেন জেলা পার্টি অফিসে। আশ্চর্যের বিষয় হলো,সেদিনই সেখানে ব্যানারে থাকা কোর কমিটির ছবি পাল্টে শুধুই মমতা-অভিষেক-অনুব্রতর ছবি রাখা হয়েছে। অনুব্রত বাড়িতে ফেরার পরেই দলের দুই মন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেল অনুব্রত তাদের সঙ্গে বাড়িতে দেখা করেন নি। এই বিষয়ে তিনি জানান,’মেয়ে ও বাড়ির লোকদের আর বিড়ম্বনায় ফেলতে চাই না। তাই রাজনীতির কারোর সাথে বাড়িতে আর দেখা করবো না।’ অনুব্রত ফেরার মুহূর্তে উত্তাল হয়ে উঠেছিল তার নয়াপট্টি। মিষ্টিমুখ, সবুজ আবির, মহিলাদের শঙ্খধ্বনি কিছুই বাদ যায় নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী যথার্থ বীরের মর্যাদা দিয়েই তাঁকে বারণ করে নেয় বীরভূম।