বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আলিপুরদুয়ার লোহাপুর ক্লাবের এবারের পুজোর থিম – ‘আদিযোগী’। ক্লাব কমিটির পক্ষ থেকে অজিত ঘোষ বলেন, তারা প্রতি বছর নতুন নতুন ভাবনা নিয়ে আসে। এবারও তারা একটা নতুন ভাবনা উপস্থিত করবে।
তিনি বলেন, তাদের এবারের মূল লক্ষ্য ছিল মহাদেবকে নিয়ে একটা ভালো উপস্থাপনা। তাই এই মন্ডপকে তারা ‘বাবাধাম’ বলেছেন।
কিছুটা সাসপেন্স রেখেই তিনি বলেন, মূল রাস্তা থেকে যখন দর্শণার্থীরা মন্ডপের দিকে আসবেন, সেখানে বেশি আলোর ব্যবস্থা থাকবে না। মানুষ অনুভব করবে যে, তারা বাবাধাম দর্শন করতে যাচ্ছে। তাদের বিশ্বাস তাদের এই পুজো সকলের ভালো লাগবে।