বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সুপ্রিম কোর্ট, পাঞ্জাবের মেডিকেল কলেজগুলিতে অনাবাসী ভারতীয়দের সংরক্ষণ আরও প্রসারিত করার পদক্ষেপকে ভর্তসনা করেছে।
একে প্রতারনা আখ্যা দিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এধরনের পদক্ষেপের পেছনের দরজা দিয়ে প্রবেশের সুযোগ করে দেয় এবং মেধাবী পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া থেকে বেরিয়ে যেতে বাধ্য করে। মেডিকেল কলেজগুলিতে এন আর আই কোটায় ভর্তির ব্যবস্থাকে প্রসারিত করে পাঞ্জাব সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন দাখিল করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ, সেই আবেদনগুলি খারিজ করে দেন। এমবিবিএস পাঠক্রমে ভর্তি হতে এন আর আই-এর সংজ্ঞাকে প্রসারিত করে বিশে আগস্ট জারি করা বিজ্ঞপ্তিও বেঞ্চ খারিজ করে দিয়েছে।