বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলায় একটা প্রবাদ আছে, ‘, রাখে হরি তো মারে কে?’ এখানে একদল বাঁদরই যেন হরির ভূমিকা পালন করলো। ঘটনার অবিশ্বাস্য হলেও সত্যিই। এমন ঘটনা বিশ্বে খুবই বিরল। ঘটনা এবারও উত্তর প্রদেশ।
যোগী রাজ্যে ধর্ষণ এখন খুবি স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। শহরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে হেনস্তার চেষ্টা করে। ঠিক সেই সময়েই বাড়িতে এসে হাজির হয় একদল বাঁদর। সোজা ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির উপর। তাদের আক্রমণে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। শিশুটি কোনোভাবে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায়। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারে নি।
‘ধর্ষণ’ বেড়েই চলেছে যোগী রাজ্যে। বাড়ছে মানুষের ক্ষোভ।বাবা মা ঘটনাটিকে সামনে আনেন। তারা সংবাদ মাধ্যমকে জানায় -“ওই ব্যক্তি আমার মেয়েকে হুমকি দিয়েছিল যে আমাকে খুন করে দেবে। আশেপাশের সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চই ওই ব্যক্তিকে দেখা যাবে।” ঠিক সময়ে যদি বাঁদরের দল এসে না পড়ত, তাহলে কী হত সেটা ভেবেই শিউরে উঠছেন শিশুকন্যার বাবা। সত্যিই এভাবেও বন্য প্রাণীরা আমাদের বন্ধু হয়ে ওঠে। আর জি কর ঘটনার পরেও সারা ভারতে ধর্ষনের ঘটনা বেড়েই চলেছে – মানুষের মূল্যবোধ তলানিতে এসে ঠেকেছে।