বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট অব্যাহত। তবে অনেকটা এখন কাটিয়ে উঠেছে। এই অবস্থায় শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হলো। ইতিহাস গড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন বামপন্থী অনুরা কুমারা দিসানায়েক।

 

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে জয় পেলেন বামপন্থী এই নেতা। এবার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন অনুরা কুমারা। শনিবার শ্রীলঙ্কার ১০তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ন্যাশনাল পিপল’স পাওয়ার জোটের প্রার্থী হন অনুরা কুমারা। সেই জোটে রয়েছে তাঁর দল জনতা বিমুক্তি পেরামুনা। গতকাল ভোটের পর গণনা শুরু হয়। প্রথম থেকেই এগিয়ে থাকেন বছর পঞ্চান্নর অনুরা কুমারা। আনুরা কুমারা বামপন্থী আদর্শে বিশ্বাসী।

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী বিজয়ী হতে গেলে ৫০ শতাংশ ভোট পেতেই হবে। অনুরা সবার আগে থাকলেও ৫০ শতাংশ ভোট পাননি। তাই, দ্বিতীয় পছন্দের ভোট গণনা করা হয়। আর তাতেই বাজিমাত করেন এই বামপন্থী নেতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে যা প্রথমবার হল। অনুরার বাবা কৃষিকাজ করতেন। অনুরা ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছিলেন। সেখান থেকে মাত্র ৫ বছরে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এখন দেখার অনুরা শ্রীলঙ্কার ভেঙে পরা অর্থনীতিকে সজীব করতে পারেন কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *