বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পদবি দু’জনেরই ‘অধিকারী’, দু’জনই ঘাটালের ভূমিপুত্র। স্বাভাবিক কারণেই মিল তো থাকবেই। অবশ্য অমিলও আছে। একজন তৃণমূল সাংসদ দীপক অধিকারী আর আরেক জন বিরোধী দোলনতা শুভেন্দু অধিকারী।
রাজনীতি যাইহোক, দেব কিন্তু চিরকালের মতো এবারও সৌজন্যের রাজনীতি করলেন, যা বাংলায় সত্যিই বিরল। দেব বললেন,”শুভেন্দুদা মেদিনীপুরের ছেলে আমারই মতো। আমি একটাই কথা বলতে চাই এটা রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব হতে পারে। আমি জিতিনি বলে কাজ করব না এটা তো নয়। আমিও করি, তুমিও করো। অধিকারী ব্রাদার্সই নিক ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ।” তিনি আরও বলেন, “কিন্তু এটা তো কোনও ক্রিকেট ম্যাচ হচ্ছে না। শুভেন্দু অধিকারী ভার্সেস দীপক অধিকারী। আমি চাই অধিকারী ব্রাদার্স মিলে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয়। আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। আর আমিও চাই শুভেন্দু অধিকারী কেন্দ্র সরকারকে বলুক।” কত সুন্দর একটা আবেদন। এমন রাজনীতি তো নাগরিক মহল চায়।
এবার ঘাটাল প্ল্যান বাস্তবায়িত করতে শুভেন্দুকে আহ্বান দেবের। বললেন, “আমরা অধিকারী ব্রাদার্স। আসুন একসঙ্গে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করি।” বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে দল-মত নির্বিশেষে দেবকে দেখা গিয়েছে একসঙ্গে কাজ করার বার্তা দিতে। এমনকী একবার তাঁকে দেখে জয়শ্রী রাম ধ্বনি দিলে সেখানেও দেব সৌজন্যতা দেখান। হাত মেলান বিজেপি কর্মীদের সঙ্গে। যদিও, এই সবের জন্য একাধিকবার দলেরই নেতা কুণাল ঘোষের কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। তবে তিনি নিজের জায়গায় থেকে কখনো সরে আসেন নি।