বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জানা যায় পুরনো শত্রুতার জেরে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চিনাকুড়িতে গুলিবর্ষণে কেঁপে ওঠে এলাকা। গুলিবিদ্ধ কৃষ্ণা নোনিয়াকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষ্ণা নোনিয়ার তিনটি গুলি লেগেছে বলে জানা গেছে, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ভাই আকাশ ননিয়া জানান, কৃষ্ণাকে কয়েকজন গুলি করে পালিয়ে যায়,৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। কুলটির চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। শুক্রবার রাতে আসানসোলের কুলটির চিনাকুড়ি সোদপুর 9/10 এলাকায় দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।গুলিবিদ্ধ ব্যক্তি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নোনিয়া, চিনাকুড়ি নোনিয়া বস্তির বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা।