বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক;আর জি কর কাণ্ডের পরেও বহু মানুষ নিজেদের সংশোধন করেন নি। তারা সেই পুরোনো ট্রাডিশন ধরে রাখতে চাইছে। অর্থাৎ হাসপাতালে গন্ডগোল, ডাক্তারদের হুমকি দেওয়া।
এবারের ঘটনা উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের। সম্প্রতি রাতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার দায়িত্বে ছিলেন এক মহিলা চিকিৎসক। এক রোগীকে নিয়ে সেখানে হাজির পরিজনেরা। অভিযোগ, পরিজনদের মধ্যে কেউ কেউ ছিলেন মত্ত। তাঁরা দ্রুত রোগীকে ভর্তি করানোর জন্য চাপ দিতে থাকেন। একটু দেরি হওয়ায় শুরু হয় গালিগালাজ। মহিলা চিকিৎসক ভয় পেয়ে যান। এই খবর এবার সামনে আসতেই পুলিশ তদন্তে নেমেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন,নদিয়া জেলা থেকেও এখানে বহু রোগী নিয়মিত ভর্তি হন। অথচ, পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর অভাব রয়েছে বলে অভিযোগ। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে এজেন্সি দ্বারা যুক্ত মাত্র ১৫ জন নিরাপত্তা কর্মী রয়েছেন এখানে। সিসি ক্যামেরাও অপর্যাপ্ত বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাতে জরুরি বিভাগে অনেক সময়ই রোগীর সঙ্গে অনেকে চলে আসেন। তখন পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। এক মহিলা চিকিৎসকের কথায়, ‘‘জরুরি বিভাগের মূল গেটের সামনে কোনও নিরাপত্তাকর্মী থাকেন না। এ দিকে, রাতে কোনও দুর্ঘটনায় জখম রোগী হাসপাতালে আসলে তাঁর সঙ্গে প্রচুর লোকজন থাকেন। সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ।