বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: স্বাধীনতার পরে এমন গণআন্দোলন বাংলা তথা ভারত আর দেখে নি। তিলোত্তমা কান্ডে সর্বত্র বিদ্রোহের সুর।
শুক্রবার বিকেলে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়া মিছিল ৪২ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল পৌঁছয় শ্যামবাজার মোড়ে। তিলোত্তমার পরিবার এবং সতীর্থ জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করছিলেন সেখানেই। প্রায় ১০ ঘন্টা রাজপথে হাঁটার পর তিলোত্তমার বাবা মায়ের হাতে মশাল তুলে দেওয়া হয়। আন্দোলনের আগুন যে বিচার না পাওয়া পর্যন্ত নিভবে না সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন বিকেল থেকে ভোর রাত অবধি মিছিলে হাঁটা মানুষেরা। অনেকটাই ভীত সরকার। তারা সমস্ত ঘটনার উপর কড়া নজর রেখেছে।
রাত আড়াইটার সময় যখন মিছিল এসে পৌছায় শ্যামবাজারে তখন তিলোত্তমার মা-বাবার চোখে জল। বাবা বলেন,”সিবিআইয়ের ওপরে আস্থা রাখতে হবে, উচ্চ আদালতের ওপরও আস্থা রাখতে। এত সহজে বিচার আসবে না, সময় লাগবে। জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছে। কাজের মধ্যে থেকেই বিচার ছিনিয়ে আনবে।”এভাবেই তিনি তার প্রতিক্রিয়া দেন।