বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন প্রতিদিন সংবাদের শিরোনামে থাকতেন বীরভূমের বেতাজ বাদশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ অনুব্রত মন্ডল। তার বিরুদ্ধে অভিযোগ গোরু পাচার।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। গ্রেফতার করেছিল সিবিআই। একই মামলায় ১৬ নভেম্বর তাকে গ্রেফতার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআইয়ের পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। খুশি হাওয়া বীরভূমে, খুশির হাওয়া তৃণমূল কংগ্রেসের অন্দরে। বাবা ও মেয়ে উভয়েই থাকতেন তিহাড় জেলে। কন্যা ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন। এবার মুক্তি পেতে চলেছেন বাবাও। এদিকে অনুব্রতর মুক্তির ঘটনা কার্যত রাজ্য রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছে। তিহাড় থেকে মুক্তি পাবেন তিনি।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি। সব দিক ঠিক থাকলেই এবার পুজোয় বীরভূমেই থাকতে পারবেন তিনি। এটাই তার কাছে খুব বড়ো আনন্দের খবর। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েচ্ছে তার উপর। আদালত সূত্রে জানা যাচ্ছে,অনুব্রতর মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। পাসপোর্ট জমা দিতে হবে। মোবাইল নম্বর ইডির কাছে জমা দিতে হবে। সাক্ষীকে তিনি ভয় দেখাতে পারবেন না। তদন্তে প্রভাবিত করবে রমন কোনো কাজ তিনি করতে পারবেন না। সম্ভবত সোমবার তিনি তিহাড় থেকে বেরিয়ে আসতে পারেন। বাড়িতে তার জন্য অধীর আগ্রহে বসে আছে তার একমাত্র কন্যা – সুকন্যা।