বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত দিন দুই তেমন বৃষ্টি না হলেও তার আগের ৪/৫ দিন দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রায় চার দিনে বনগাঁ মহকুমায় বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার।

 

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমার তিনটি ব্লকের ৩৮টি পঞ্চায়েত এলাকাতেই কমবেশি চাষের ক্ষতি হয়েছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উঁচু এলাকার জমি থেকে জল দ্রুত বের করা সম্ভব হলেও, নিচু এলাকার জমি থেকে জল বের করা যাচ্ছে না। এই অঞ্চলে একটা ভালো লাভজনক চাষ হলো ফুল চাষ। কিন্তু জমিতে জল জমার ফলে ফুল ক্ষেতেই নষ্ট হচ্ছে।

কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গাঁদা, রজনীগন্ধা, দোপাটি, জবা ফুলের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ইছামতির জল বিপদ সীমার উপরে চলে গেছে। ফলে চিন্তায় কৃষকদের মাথায় হাত পড়েছে। গাইঘাটা ব্লকের এক ফুল চাষি বলেন, “পুজোর মরসুম শুরু হয়েছে। ফুলের চাহিদা বাড়ছে। এমন সময়ে এই বিপর্যয়!” এলাকার আর এক চাষি দু’বিঘে জমিতে ফুলের চাষ করেছিলেন। তিনি জানান, খেত এখন জলমগ্ন। শুধুই তাই নয়, বনগাঁ মহকুমার আনাজ রাজ্য এবং ভিন্ রাজ্যে রফতানি হয়। আনাজ চাষেও বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার এক চাষির কথায়, “আনাজ খেত এখন জলমগ্ন। বেগুন, পটলের ক্ষতি হয়েছে।” ধান চাষের ততটা ক্ষতি না হলেও ফুল ও সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান বনগাঁ মহকুমার সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) নারায়ণ দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *