বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বছর ১৫ র কিশোরীর মৃত্যু হলো স্ক্রাব টাইফাসে! মৃত কিশোরীর বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের এলাবনী গ্রামে।

 

চাঁদড়া হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল ঐ কিশোরী। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে গত ৩ রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। জানা গেছে, ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ গুলি হলো তীব্র মাথাব্যথা, অত্যাধিক জ্বর, গা হাত পায়ে ব্যাথা। পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরণের পোকা পাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই জীবাণু দ্বারা অসুস্থতা রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্রাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিক্যাল টিম গিয়ে গ্রামবাসীদের এবিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জেলা জুড়ে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে বার্তা পাঠানো হয়েছে, এ ধরনের কোন উপসর্গ দেখলে তৎক্ষণাৎ মেদনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *