বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সম্প্রতি সুইজারল্যান্ডে এক আন্তর্জাতিক সভায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, চিনের সঙ্গে এখন ভারতের সম্পর্ক অনেকটা ভালো। আর ঠিক সেই সময় চিনের নতুন কীর্তি সামনে আসলে, যা ভারতের কাছে যথেষ্ট উদ্বেগের।
অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন! এবার সংবেদনশীল ‘ফিশটেল’ অঞ্চলের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে চিনা হেলিপোর্ট তৈরি করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই উপগ্রহচিত্র। এর ফলে ইন্দো-চিন সীমান্ত বরাবর প্রত্যন্ত অঞ্চলে লালফৌজকে দ্রুত সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সহজ হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
এই মুহূর্তে নতুন বাংলাদেশ গঠিত হওয়ার পরে বাংলাদেশ প্রায় পাকিস্তানের পুতুলে পরিনত হতে চলেছে। সেইদিক দিয়ে ভারতের তিন প্রতিবেশী রাষ্ট্র(চিন, পাকিস্তান, বাংলাদেশ) ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সেই উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, হেলপোর্টটি তৈরি হয়েছে গংরিগাবু কু নদীর তীরে। তিব্বতের স্বায়ত্তশাসন অঞ্চলের নিংচি প্রিফেকচারে। যদিও ওই এলাকা চিনের নিয়ন্ত্রণে রয়েছে দীর্ঘদিন যাবৎ। গত এক বছরের উপগ্রহ চিত্র বিশ্লেষণে ধরা পড়েছে ২০২৩-এর ১ ডিসেম্বরেও ওই অঞ্চলে কোনও ধরনের নির্মাণ ছিল না। ৩১ ডিসেম্বর পরবর্তী উপগ্রহচিত্রে দেখা গিয়েছে নির্মাণের জন্য নির্দিষ্ট জমি পরিচ্ছন্ন করা হয়েছে। এই নতুন উদ্যোগে ভারত যথেষ্ট উদ্বিগ্ন ও সতর্ক।