বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাথরপ্রতিমার মধ্যে সংযোগকারী আড্ডির বাজার মিলন সেতু, আর সেই সেতুর উপরে প্রায় পাঁচ বছর ধরে কোন আলো নেই।
হঠাৎ দু তিন দিন ধরে এলাকার লোকই দেখতে পায় ব্রীজের তলায় আটকে রয়েছে একটি বস্তা,তবে কেউ গুরুত্ব দিচ্ছিল না। মাঝেমধ্যে দুর্গন্ধ, শেষ পর্যন্ত দুর্গন্ধ তীব্র হতে পুলিশকে খবর দেওয়া হলে কাকদ্বীপ থানার পুলিশ এসে রাতে বস্তাটিকে উদ্ধার করে, তবে মনে করা হচ্ছে এটি কোন যুবতীর মৃতদেহ। এই যুবতীর পরিচয় খুঁজে তল্লাশি পুলিশের, আজ কাকদ্বীপে ময়নাতদন্ত হবে।
তবে এলাকার মানুষের অভিযোগ বহু বছর ধরে ব্রিজের সৌরশক্তি দ্বারা পরিচালিত লাইট গুলি খারাপ হয়ে পড়ে আছে, প্রশাসনকে জানিয়ে কোন কাজ হয়নি, কারোর হেলদোল নেই। আর অন্ধকারে বিভিন্ন অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে রাত্রে।