বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মধ্যবিত্ত মানুষ সাধারণত ঘুমিয়েই থাকে। কিন্তু একবার যদি তাদের আন্দোলিত করা যায়, তাহলে তাদের আন্দোলন হয়ে ওঠে ভয়ঙ্কর। আর জি কর কান্ড এমনই এক বিশাল আন্দোলনে রূপ নিয়েছে।

 

আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্বের ৩০টি দেশে হতে চলেছে মানব বন্ধন। ১৬০টি শহরে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, ওই দিন বৃহত্তম মানববন্ধনের সাক্ষী হবে পৃথিবী। এবারের বিক্ষোভের থিম, “পিতৃপক্ষে ন্যায় হলেই দেবীপক্ষের সূচনা হবে।” সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে প্রতিবাদ।

আমরা জানি, গত ৮ সেপ্টেম্বরে পোল্যান্ড, ডেনমার্ক, সুইজ্যারল্যান্ড, চেক রিপাবলিক. নেদারল্যান্ড ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ ১২০টি শহরে ছড়িয়েছিল আন্দোলন। এবার আরও ৪০ শহরে দেখবে ‘জনজাগরণের উৎসব’। ১৫ সেপ্টেম্বর, রবিবার কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে ইউটিউব-সহ বিভিন্ন সমাজমাধ্যমে। কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সে কথা মাথায় রেখে ২৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে “অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার উৎসব” বলছেন বিক্ষোভকারীরা। এমন বিদ্রোহ আগে কখনো পৃথিবী দেখে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *