বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয় কিছুতেই যেন সিকিমের পিছু ছাড়ছে না। বেশ কিছুদিন ধরেই সিকিমে চলছে বৃষ্টি,তার কারণে একাধিক জায়গায় ধসের খবর মিলেছে।
এবং এই ধসে ক্ষতিগ্রস্ত হয়েছিল সবথেকে বেশি বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। যদিও যুদ্ধকালীন তৎপরতায় সিকিম প্রশাসন ও কালিংপং প্রশাসন ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু করে। এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। এরপর এদিন নতুন করে শ্বেতীঝড়ার কাছে ধস নামে। এর ফলে ফের একবার বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক। প্রশাসন সূত্রে খবর টানা বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়কের অর্ধেক অংশ তিস্তা গ্রাস করে নিয়েছে। পর্যটক ও সাধারন মানুষদের কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এবং যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। অপরদিকে যারা পর্যটক রয়েছে তাদের ঘুরপথেই অর্থাৎ লাভা,গরুবাথান হয়েই সিকিমে পৌঁছতে পারবেন। পাশাপাশি সমস্ত গাড়িকেই কিন্তু ঘুর পথে চালানো হবে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।