বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখানে নতুন করে নাম লেখালেন উত্তর ২৪ পরগনার ‘বেলঘরিয়া ক্লাব টাউন’ পুজো কমিটি। তিলোত্তমা হত্যার প্রতিবাদের তারা এবার পুজোর সমস্ত আড়ম্বর বর্জন করবে বলে ঘোষণা করেছেন ।

 

তিলোত্তমার বিচার চেয়েই এবার বেলঘরিয়া ক্লাব টাউন দুর্গাপূজার সরকারি অনুদান বয়কট করল। আবাসিকদের দেওয়া চাঁদাতেই হবে পুজো। আয়োজকরা বলছেন, যতদিন তিলোত্তমা সঠিক বিচার না পাচ্ছে, ততদিন তারা কোনও সরকারি অনুদান নেবেন না।

এই ক্লাব টাউন সংবাদের শিরোনামে এসেছিলে ২০২২সালে। তখন ওখান থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে উদ্ধার হয়েছিল ৩০ কোটি টাকা। নাক কাটা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মেইল পাঠিয়ে বেলঘরিয়া ক্লাব টাউন পুজো কমিটি জানিয়ে দিয়েছে টাকা না নেওয়ার কথা। এই আবাসনের সকল আবাসিকরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব টাউনের পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপে তিলোত্তমার প্রতিচ্ছবি থাকবে। তাতে সবাই মোমবাতি দিতে পারবে। এছাড়াও থাকবে মণ্ডপের ভিতর একটি বড় সাদা বোর্ড, যাতে আবাসনের সবাই এবং বাইরের মানুষজন স্বাক্ষর করতে পারবেন। যে অঞ্চলের বিধায়ক মদন মিত্র সেখানে ক্লাব টাউনের এই সাহস ও উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *