বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সারা রাত বৃষ্টি ভেজে কলকাতা। আর তার মধ্যেই বসে রয়েছেন বাম নেতা-কর্মীরা। আজ, শনিবার বিকেল ৫ টায় অবস্থান মঞ্চেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে।
হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল যাবে বউবাজার। শনিবার বেলা বাড়ার পরও সূর্যের মুখ দেখা যায়নি। অঝোরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি মাথায় নিয়েই কলকাতার রাজপথে চলছে প্রতিবাদ। একদিকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে, লালবাজারের সামনে চলছে বামেদের অবস্থান। প্রচুর মহিলা ও বয়স্ক মানুষকে দেখা গেছে বামেদের অবস্থান মঞ্চে। শনিবার বিকেল পর্যন্ত চলবে অবস্থান। তাঁদের দাবি, কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। এদিকে স্বাস্থ্য ভাবনের বাইরে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতা আবার উত্তাল হতে চলেছে।
আজ, শনিবার বিকেল ৫ টায় অবস্থান মঞ্চেই সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে।অবস্থানরত এক বাম কর্মী বলেন, “শুধু কলকাতা নয়, গোটা পৃথিবীর মানুষ মর্মাহত। আরজি কর-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে সহায়কের ভূমিকা পালন করেছিল কলকাতা পুলিশ। সেমিনার হলের পাশে বাথরুম ভাঙা আটকাতে পারেনি তারা। ১৪ অগস্ট হাসপাতালে ঢুকে তাণ্ডব চালানো হল। বারে বারে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ।” তার আরো বলেন, পুলিশের পক্ষ থেকে বিনীত গোয়েল সহ অনেকেই বার বার মিথ্যা বিবৃরি দিয়েছে তা প্রমাণিত। তাই আমাদের দাবি এখুনি বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে।