বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা ছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আর ঠিক তাই ঘটলো আরামবাগে।

 

শুক্রবার দুপুর থেকেই গোটা আরামবাগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সময় ওই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ বিদ্যালয় চত্বরে বাজ পড়ে। এরপরেই অসুস্থ বোধ করতে থাকে বিদ্যালয়ের একাধিক ছাত্রী। এদের মধ্যে ৭জনকে তড়িঘড়ি খানাকুল গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে সকলেকে প্রাথমিক চিকিৎসার পরে জানানো হয়েছে সবাই ভালো আছে।

বজ্রপাতে একযোগে আহত ৭ স্কুল ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনা খানাকুলের কুমারহাট হাইস্কুলে। আহত ৭ ছাত্রীকে চিকিৎসার জন্য খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। হাসপাতালের এক চিকিৎসক বলছেন, “৭ জনকে আনা হয়েছিল। জরুরি ভিত্তিতে চিকিৎসাও শুরু হয়ে যায়। তবে কারও অবস্থা যে খুব খারাপ এরকম নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদেক পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যালাইন, ইঞ্জেকশন সবই দেওয়া হয়েছে।” ওদের পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে আনা হয়েছে বলেই তাদের বড়ো কোনো বিপদ হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *