বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মরদেহ জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য দলের সদর দপ্তর নতুন দিল্লীর এ কে গোপালান ভবনে শায়িত রাখা হবে।
সকাল ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত সাধারণ মানুষ সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস-এ। সেখানে ইয়েচুরির শেষ ইচ্ছা অনুযায়ী চিকিত্সা ক্ষেত্রে গবেষণার জন্য তাঁর দেহ দান করা হবে। গতকালও বহু বিশিষ্ট ব্যক্তি ইয়েচুরির দিল্লীর বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এদের মধ্যে ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপ সভাপতি জগত্ প্রকাশ নাড্ডা প্রমুখ।