বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আন্দোলন আন্দোলনের মতো চলবে। তাই বলে মানবিকতাকে বিসর্জন দিয়ে নয়। তা প্রমাণ করলেন স্বাস্থ্য ভবনে অবস্থানরত চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনে পাহারায় থাকা এক মহিলা পুলিশ কর্মী রাত সাড়ে বারোটা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পারেন।

 

দেখা হেয় প্রবল শ্বাস কষ্ট। বিষয়টি নজরে পড়েন সেখানে উপস্থিত বিক্ষোভরত চিকিৎসকদের। দৌড়ে চলে যান অসুস্থ মহিলা পুলিশের কাছে। শারীরিকভাবে পরীক্ষা নীরিক্ষা করেন তাঁর। অন্যদিকে, আরও একজন চিকিৎসক মাইকে হাতে নিয়ে বলতে শুরু করেন, ‘কারও কাছে ইনহেলার আছে?’ সেই সময় কেউ একজন বাড়িয়ে দেন ইনহেলার। তবে তিনি কে? তা বুঝে উঠতে পারেননি কেউই। এরপর অপর এক চিকিৎসক ইনহেলারের ডোজ় দেন ওই পুলিশ আধিকারিককে। তারপরেই কিছুটা সুস্থ হয়ে ওঠেন ওই পুলিশ কর্মী।

এর মধ্যে চলে এসে এসেছে অ্যাম্বুলেন্স। অসুস্থ পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ দিকে, এই ঘটনার পরই এগিয়ে আসেন পুলিশ আধিকারিক। ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, “ধন্যবাদ। তোমরা না থাকলে ওকে বাঁচানো মুশকিল হতো। ধন্যবাদ আবারও।” চোখে তখন আনন্দের উল্লাস জুনিয়র ডাক্তারদের। একজন চিকিৎসককে বলতে শোনা যায়, ‘যাইহোক , আমরা তো ডাক্তার। আর এটাই তো আমাদের কাজ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *