বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ৩৩ দিনের আন্দোলনের পরে অবশেষে কাটতে চলেছে বাংলার সরকারি চিকিৎসা সমস্যা। এমনই ইঙ্গিত পাওয়া গেছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। আসল কথা জুনিয়র চিকিৎসকেরা আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে।
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণ দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অটল ছিল।
এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে – (১) সেই আলোচনায় সবক’টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের উপস্থিত রাখতে হবে। (২) আলোচনা হবে প্রকাশ্যে, সেখানে মিডিয়াকে প্রবেশের অনুমতি দিতে হবে। তারা স্পষ্ট বলেন, গোপন কক্ষে আলোচন হলে পরে তা বিকৃত হয়ে যাবার সম্ভাবনা। সমস্ত দেশবাসীর জানার অধিকার আছে এই আলোচনা। যদি এই শর্তে সরকার পক্ষ রাজি হয়, তাহলে হয়তো আগামী কালই আলোচনা শুরু হতে পারে।