বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সাংবাদিক বৈঠকে আজ অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র ডাক্তারদের মানসিক দৃঢ়তা এবং লক্ষ্যে অবিচল থাকার ঘটনায় বলেন, আমাকে তাদের প্রশংসা করতে বাধ্য করছে।

 

তিনি আরো বলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজ শুধু বাংলায় নয় সারা বিশ্বে তাদের এই আন্দোলন সমাদৃত। মানসিক শক্তি এবং দৃঢ়তা যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার জল জ্যান্ত উদাহরণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বললেন অধীর রঞ্জন চৌধুরী। এই আন্দোলন আমাদের সকলের কাছে শিক্ষণীয়। অধীর বলেন আশ্চর্য এই দিদির বাংলা, দিদির বাংলায় কন্যাশ্রী আছে, লক্ষ্মী শ্রী আছে কিন্তু এই বাংলায় মা-বোনদের ইজ্জত রক্ষা করার কোন ব্যবস্থা নাই। তাই তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনার রাজ্যে মরগে যেসব ঘটনা ঘটছে সেই সব শুনে আমরা হতবাক হচ্ছি। আপনার তবুও কোন লজ্জা নাই আপনার তবুও মনে হচ্ছে না যে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলা দরকার, কথা বললে কি আকাশ ভেঙ্গে পড়বে আপনার মাথায়! অধীর বলেন সবকিছু দেমাগ দেখিয়ে সুপ্রিমকোর্ট দেখিয়ে সমাধান হয় না,আপনি যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে বসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *