বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গোপন সূত্রে খবরের ভিত্তিতেঅভিযান চালিয়ে চোলাই মদ ও চোলাই মদ তৈরি করার উপকরণ বাজেয়াপ্ত করল কুমারগ্রাম সার্কেলের আবগারি বিভাগ। সোমবার দিনভর আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা বাজার, রাধানগর, দলদলি, পাগলারহাট, কুমারগ্রাম অমরপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় কুমারগ্রাম সার্কেলের আবগারি বিভাগ।
অভিযান চালিয়ে এদিন প্রায় ৩০লিটার চোলাই মদ সহ ৬০০লিটার মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে। যদিও এদিনের অভিযানের ঘটনায় কাউকে আটক করা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগ্রাম সার্কেলের আবগারি বিভাগ। অবৈধ মদের কারবার রুখতে প্রতিনিয়তই অভিযান চলছে এবং চলবে বলে জানা গিয়েছে আবগারি বিভাগের তরফে।