বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কান্ড নিয়ে উত্তাল সারা দেশ, এমনকি সারা পৃথিবী। পিছিয়ে নেই টলিপাড়া। টলিপাড়ায় বিদ্রোহীদের মধ্যে অন্যতম মুখ সুদীপ্তা চক্রবর্তী। প্রথম থেকেই সুদীপ্তা প্রতিবাদে পথে।
সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন ক্রমাগত। সাধারণ মানুষের আওয়াজ যাতে সকলের কাছে পৌঁছে যায়, তাই শেয়ার করছেন নানা ভিডিয়ো-ফোটো। যে ফটো তার ভক্তদের অনুপ্রেরণা দেবে। রবিবার একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি। যা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে একটি মিছিলের ছবি। সেই ছবি চমকে দেওয়ার মতো।
সুদীপ্তা ছবিটি পোষ্ট করে একটা অসাধারণ ক্যাপশন দিয়ে লিখেছেন – ‘উনি ৯৫, উনি এসেছেন আজ মিছিলে হাঁটতে। আর আপনি? আজ তিলোত্তমার ১ মাস হল, ওঁর মেরুদণ্ড সোজা না থেকেও, বহু মানুষের থেকে বেশি সোজা।যতক্ষণ বিচার হচ্ছে না আসুন, প্রতিশ্রুতি দিন শেষ অবধি লড়বেন। গান গাইবেন, মিছিলে হাঁটবেন, রাত জাগবেন, এক ‘আলোয় মোরা’ আগামীর জন্য।’ বিষয় হলো, এক প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন, একজন ৯৫ বছরের বৃদ্ধা। রবিবার একটি ভিডিয়ো শেয়ার করলেন তিনি। যা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে একটি মিছিলের ছবি। যেখানে দেখা যাচ্ছে সাদা শাড়ি, মাথার চুলও সাদা, চোখে চশমা পরা এক ঠাকুমা দৃঢ় কণ্ঠে আওয়াজ তুলছেন। সিঁথির মোড়ের সেই প্রতিবাদ মিছিল সকলের দৃষ্টি কেড়েছে।