বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেই হয়তো বলে বিশ্বায়ন। একেই বলে বিশ্ব-মানবতার। এখনও সারা বিশ্বে মানবতার স্পর্শ আছে তা আবার প্রমাণ করলো রবিবার বিকেল। ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায়, প্রায় ২৪টি দেশের ১২০-এর বেশি শহরের অনাবাসী ভারতীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা রূপায়ন করলো।

 

পোল্যান্ড, ডেনমার্ক, সুইজ্যারল্যান্ড, চেক রিপাবলিক. নেদারল্যান্ড ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা-সহ একাধিক দেশের ১২০-এর বেশি শহরে হলো আন্দোলন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান রেডিও-তে কর্মসূচির বিস্তারিত প্রচার করা হয়েছে। তাঁদের স্লোগান, ‘রাত জাগো বিশ্ব, রাত জাগো চাঁদ, পথজুড়ে থেকে যাক শুধুই প্রতিবাদ।’ এমন ঘটনার নজির এর আগে কিন্তু বিশেষ দেখা যায় নি।

কলকাতার আর জি কর এখন সারা বিশ্বের খবর। মাথা নত হয়েছে রাজ্য প্রশাসনের। প্রবাসীরা শহরে না থাকলেও কলকাতার আর জি কর হাসপাতালের এই নৃশংস ঘটনা তাঁদেরও নাড়া দিয়ে গিয়েছে। তাই তাঁরা বলছেন,’আমরা এই ধরনের জঘন্য অপরাধ দমন এবং মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রশাসনের উদ্যমহীন মনোভাবের কঠোর বিরোধিতা করছি।’ বিশ্বব্যাপী অনাবাসী ভারতীয়রা প্রতিবাদের পর ভারতীয় কনস্যুলেট/দূতাবাস বা অন্য মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে একটি গণ-স্বাক্ষরিত চিঠি পাঠাচ্ছে তারা। সারা বিশ্বের কাছে মাথা নত হয়েছে বাংলার তথা ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *