বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশ সদ্য এক ক্রান্তীকাল অতিক্রম করে তৈরী করেছে নতুন অধ্যায়। প্রতিষ্ঠিত হয়েছে মহম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন সরকার। আর তার পরেই সেখানে প্রাধান্য পাচ্ছে পাকিস্তান পন্থী জামাত সহ একাধিক হিন্দু বিরোধী ও ভারত বিরোধী গোষ্ঠী।

তার পরেই একে একে কিছু ভয়ঙ্কর সিদ্ধান্তের পথে এগিয়ে চলেছে নতুন বাংলাদেশ। খবরে প্রকাশ,গত বুধবার তাঁদের একটা গোষ্ঠী প্রস্তাব দিয়েছিলো রবীন্দ্রনাথের লেখা তাঁদের জাতীয় সংগীত তারা বর্জন করবে। এবার নতুন করে তারা জানাচ্ছে, জাতীয় কবি হিসাবে তারা কাজী নজরুলকেও বর্জন করবে। সেরকমই একটা পোস্ট ভাইরাল ফেসবুকে। যা করা হয়েছে Langjam Pushpi নামের অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়েছে, ‘অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ।’ এভাবেই নতুন বিতর্কে জড়িয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ।

কিন্তু এখানেই শেষ নয়, এই জাতীয় সংগীত ও জাতীয় কবি পরিবর্তনের বিরুদ্ধে গর্জে উঠেছে সে দেশেরই বহু মানুষ। শুক্রবার বহু মানুষ নেমেছিলেন রাস্তায়। তারা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি গাইতে গাইতে পথ পরিক্রমা করে। এর থেকেই বোঝা যায় যে এখনও বাংলার মাটিতে প্রাণ আছে, তাই আশাও আছে। কিন্তু সত্যিই যদি ওরা জাতীয় সংগীত ও জাতীয় কবি পরিবর্তন করে, তাহলে সেই ঢাকার মাটি থেকেই উঠবে প্ররিবাদের ঝড়। আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার পথ দখল করবে। এই সবের মধ্যে আশ্চর্য রকমভাবে নীরব রয়েছেন মহম্মদ ইউনিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *