বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস মানেই ‘বিতর্ক’, আর তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ মানে ‘শুধুই বিতর্ক।’ শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বিতর্কের এক নতুন এপিসোড।

 

কুনাল ঘোষ শনিবার সকালে এক পোষ্টে লেখেন, ঘাটালের যে ডায়ালিসিস ইউনিট সম্প্রতি দেব উদ্বোধন করেছেন, তা ৬ মাস আগেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন। তার পরেই বেশ শ্লেষের সঙ্গে কুনাল লেখেন -‘সুপারস্টার একেই বলে।’

দেব কিন্তু নিজের সৌজন্য হারায় নি। তিনি নিজের ১০০ ভাগ রুচি ও ভদ্রটা রক্ষা কিছু সময় আগে লেখেন,”আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য। সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে।” অর্থাৎ দেব বুঝিয়ে দেন, দিদি ঘোষণা করেছিলেন কিন্তু উদ্বোধন করেন নি। দেব কিন্তু কুনাল ঘোষকে যোগ্য সম্মান দিয়েই তাঁর বক্তব্য পেশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *