বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ, ৫ সেপ্টেম্বর সেই অর্থে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হাল্কা থেকে মাখারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে।

 

অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত আজ, বৃহস্পতিবারই মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি করবে। এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। এখনও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।আজকে উপকুলের কোনো কোনো জেলায় কিছুটা বৃষ্ট হতে পারে। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ।

অন্যদিকে উত্তরবঙ্গেও আজ বৃষ্টির ফোরকাস্ট আছে । তবে দার্জিলিং ও কালিংপঙে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *