বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রয়াত হয়েছেন মনমোহন সিং, গোটা দেশ আজ শোকস্তব্ধ। তার সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলও। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো।

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ এবং দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন জানালেন , গোটা দেশ আজ শোকস্তব্ধ, ভারত হারালো তার একজন কৃতি সন্তানকে। যিনি শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না , ভারতকে বিশ্বের দরবারে সফলভাবে পরিচিত করেছিলেন। তার আমলে ভারত বিশ্বের ছোট বড় সব দেশের কাছে এক মহান রাষ্ট্র হিসেবে পরিচয় পেয়েছিল। তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি গভীরভাবে শোকস্তব্ধ। তার মৃত্যুর ক্ষতি অপূরণীয়। ভাষায় প্রকাশ করা যায় না। তাই দেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। আমরা দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য দপ্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *