বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মূল দাবি একটাই – পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। ২২ ঘণ্টা রাস্তায় বসে অবস্থানে অনড় ছিলেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের লালবাজার অভিযান আটকাতে ন’ ফুটের লোহার ব্যারিকেড গড়েছিল পুলিশ।
কেন এই ব্যারিকেড প্রশ্ন তুলে অনড় ছিলেন তাঁরা। দফায় দফায় লালবাজার থেকে উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা এসেছেন কথা বলতে। কিন্তু তাঁদের কথায় চিঁড়ে ভেজেনি। শেষ পর্যন্ত পুলিশ মাথা নত করতে বাধ্য হয়। অবশেষে সরানো হচ্ছে লোহার ব্যারিকেড। মিছিল আরও ১০০ মিটার এগোনোর অনুমতি পেয়েছে।আন্দোলনকারীদের ২২ সদস্যের প্রতিনিধি লালবাজারে গিয়ে নজরপালের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পেশ করবেন বলে জানা গিয়েছে। এখন তারা ভিতরে আছেন।
অবশেষে সরানো হচ্ছে লোহার ব্যারিকেড। মিছিল আরও ১০০ মিটার এগোনোর অনুমতি পেয়েছে। আন্দোলনকারীদের ২২ সদস্যের প্রতিনিধি লালবাজারে গিয়ে নজরপালের সঙ্গে কথা বলে তাঁদের দাবি পেশ করবেন বলে জানা গিয়েছে।প্রবেশ করার আগে তাঁরা জাতীয় সংগীত করেন। গতকাল তারা বারবারা দাবি করে এসেছিলেন পেশায় চিকিৎসক তাঁরা। ৩৬ ঘণ্টা ডিউটি করেন ৮ ঘণ্টাও বিশ্রাম থাকে না। তাঁদের সঙ্গে ধৈর্যের পরীক্ষায় গিয়ে লাভ নেই। তাঁরা বসে থাকবেন যতক্ষণ না লোহার ব্যারিকেড সরছে। গতকাল গোটা দেশ দেখেছে শহরের রাজপথে লোহার ব্যারিকেডকে মাঝে রেখে ধৈর্যের লড়াই। সেই স্নায়ু যুদ্ধে অবশেষে জয় হয়েছে আন্দোলনকারীদের। এখন দেখার বাইরে বেরিয়ে এসে তারা কী বার্তা দেন।