বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সত্যি আজ এক অর্থে ঐতিহাসিক বিধানসভা আধিবেশন হলো। সাম্প্রদায়িককালে এমন নজির সত্যিই নেই।
মমতা সরকার নতুন বিল আনলো আর সামান্য সংশোধন দিয়ে বিরোধী দলনেতা তা মেনে নিলেন। ‘অপরাজিতা বিল’ নামে ওই বিলে ধর্ষণের মামলায় কড়া শাস্তির কথা বলা হয়েছে। সেই বিলের সমর্থনে বক্তব্য পেশ করতে উঠে মমতা বলেন, “সঙ্গে সঙ্গে সারা ভারতে সকল নির্যাতিতা র পরিবার কে সমবেদনা জানাচ্ছি।” সারা দেশে ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে মমতা বলেন, “সারা দেশে যাঁরা ধর্ষিতা হয়েছেন, তাঁদের প্রতি শোকজ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে সারা ভারতে সকল নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। দিল্লির নির্ভয়া-কাণ্ডের পর আমি কবিতা লিখেছিলাম।”তিনি বিরোধী দল নেতার উদ্দেশ্যে বলে, রাজ্যপালকে অনুরোধ করতে যাতে তাড়াতাড়ি তিনি এই বিলে সই করে দেন।
মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। তবে রাজ্যের বিলে নতুন কী আছে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধিতা না করলেও, শুভেন্দুর দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।”