বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আমরা তিলোত্তমার’ ব্যানারে রবিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন টলি পাড়ার অরাজনৈতিক কলা-কুশলি সহ বহু বিশিষ্ট মানুষ। ধর্মতলা সভা থেকে তাঁরা ঘোষণা করেন তারা সারা রাত অবস্থান বিক্ষোভ করবে।
এই মিছিল থেকে নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ১১টি দাবি জানানো হয় বিক্ষোভকারীদের তরফে। কলেজ স্কোয়ার থেকেই এই মিছিলে যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। ছিলেন চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তীর, দেবলীনা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী মতো একাধিক টলি অভিনেত্রীরা।
ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। ধরনা মঞ্চে এক ব্যক্তি মত্ত অবস্থায় ঢুকে পড়েন। আন্দোলনরত দু’জন মহিলা ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ। আমরা তিলোত্তমার’ সদস্যরা এবং পুলিশ তাঁকে ধরে ফেলেন। সাধারণ মানুষ গণপিটুনি দেওয়ার আগেই পুলিশ আটক করে সেই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়। ওই যুবকের পরিচয় জানা না গেলেও অনেকের ধারণা তিনি ওই প্রতিবাদী সভা ভন্ডুল করার উদ্দেশ্যেই ওখানে এসেছিলেন।